ব্রিটেনে দয়ামীর হাই স্কুলের পুনর্মিলনী কাল
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৪:৪৫ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর স্বর্গীয় পিতার প্রতিষ্টিত ঐতিহ্যবাহী দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের এক পুনর্মিলনী অনুষ্টিত হবে কাল মঙ্গলবার । ব্রিটেনের বার্মিংহামের একটি বেনকুইটিং হলে বিকাল সাড়ে ৫টায় এই পুনর্মিলনী অনুষ্টান অনুষ্টিত হবে। ব্রিটেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করবেন বলে আয়োজকরা জানান।
পুনর্মিলনীর প্রথম পর্বে রয়েছে পরিচিতি ও নবীন প্রবীনের মিলন মেলা। দ্বিতীয় পর্বে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্টান। এছাড়া সংক্ষিপ্ত আলোচনা, মঞ্চ অভিনয়, যাদুশিল্প, কুইজ থাকবে পুনর্মিলনী অনুষ্টানকে প্রানবন্ত করতে। পুনর্মিলনী অনুষ্টানে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের স্বপরিবারে ও স্ববান্ধবে অংশগ্রহনের আমন্ত্রন জানান আয়োজকদের পক্ষে তৈমুছ আলী। এছাড়া পুনর্মিলনী অনুষ্টান সম্পর্কে কোন তথ্যর জন্য যোগাযোগে করতে নিম্নের নাম্বার ব্যবহার করতে পারেন ০৭৭২৮৪৪২৭৫০।