নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান রওশনের
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ৪:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। রাজধানীর আইডিইবি মিলনায়তনে রোববার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে শুরু হওয়া দলের যৌথসভায় এ আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারপার্সন রওশন এরশাদ বলেন, ‘আমি জানি না, ক্ষমতায় যেতে পারবো কি-না? তবে চেষ্টা করতে হবে। জাতীয় পার্টি দেশের যতো উন্নয়ন করেছে, আর কোনো দল এতো উন্নয়ন করেনি। কিন্তু আমরা কেনো বার বার পিছিয়ে পড়ছি? এর কারণ খুঁজতে হবে’।
দলের চেয়ারম্যানের প্রতি আগে ভাগে প্রার্থিতা ঘোষণার আহ্বান জানিয়ে রওশন বলেন, আগে ভাগে প্রার্থীদের জানিয়ে দিলে তারা মাঠে গিয়ে প্রস্তুতি নিতে পারবেন। আর হঠাৎ করে প্রার্থিতা ঘোষণা দিলে তিনি (প্রার্থী) ভালো ফল বা জয়লাভ করতে পারবেন না। ক্ষমতায় যেতে হলে দলের অনেক সাধনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত আছেন সিনিয়র নেতারাসহ দেশের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা।