সিলেটে শ্রমজীবী নারী ধর্ষণের মামলা নেয়নি পুলিশ !
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ২:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে কাজে যাওয়ার পথে এক শ্রমজীবী নারীকে গণধর্ষণের ১২ দিনেও মামলা নেয়নি পুলিশ। ওই নারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসা নিয়েছেন। পরে তার ছেলে বাদি হয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ ঘটনার ১২ দিনেও মামলা নেয়নি।
লিখিত এজাহার থেকে জানা যায়, ওই নারী ভিকটিম (৪৫) স্বামী মারা যাওয়ার পর ছেলেকে নিয়ে শহরতলির উত্তর বালুচরের আবদুল বারিকের বাসায় ভাড়া থাকছেন। প্রতিদিন ভোরে তিনি আম্বরখানা পয়েন্টে যান টুকরি-কোদাল নিয়ে। সেখানে শ্রমজীবী আরও নারীদের সঙ্গে ঢালাই কাজের শ্রমিক হিসেবে মজুরিতে কাজ করেন। গত ১৫ আগস্ট ভোরে কাজে যাওয়ার পথে বালুচর মডেল কলেজের সামনে আসা মাত্র একই এলাকার দুলু মিয়া, জাহাঙ্গির, আতাবুল ও এনাম নামের চারজন যুবক তাকে গতিরোধ করে ওই কলেজের বাউন্ডারির ভেতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তিনি কাজে না গিয়ে বাসায় চলে আসেন। তখন তার ছেলে জুয়েল তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, মামলা তদন্তের জন্য দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনাস্থল নিয়ে দুটি থানার সীমানা সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় মামলা রেকর্ডে দেরি হচ্ছে।