সিলেট নগরীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ৩:১২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব ও ছাত্রদল নেতা উমেদুর রহমান উমেদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- শিবগঞ্জ সোনারপাড়া হলিসিটি স্কুলের পাশে ছাত্রদলের উমেদ গ্রুপের নেতাকর্মীরা প্রতিদিন রাতে আড্ডা দেন। ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে রকিব ও উমেদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার রাত ৮টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রকিব গ্রুপের ৩ জন আহত হন।
সংঘর্ষ চলাকালে ৩ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।