দেশের কারাগারগুলোতে বন্দি ৭৫ হাজার
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ২:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
দেশের কারগারগুলোতে বর্তমানে ৭৫ হাজার বন্দি রয়েছে। এই বন্দিদের মধ্যে ২৫ হাজার সাজাপ্রাপ্ত, বাকি ৫০ হাজারের বিচার কাজ চলছে। শনিবার গাজীপুর জেলা কারাগারে এক অনুষ্ঠানে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
দুপুরে তিনি গাজীপুর জেলা কারাগারে নবনির্মিত কেইস টেবিল ভবন, কারাবন্দিদের গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র কর্মসূচির উদ্বোধন করেন।
গাজীপুর জেলা কারাগার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে ও জেলার ফোরকান ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শ্যামল দত্ত, অমিত কে বিশ্বাস, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ, জেলার ফোরকান উদ্দিন প্রমুখ।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, “৫০ হাজার বন্দির অনেকেই খুব কম সময় কারাগারে থাকেন; অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জামিন না পান ততক্ষণই তারা কারাগারে থাকেন। আর ২৫ হাজার বন্দি আমাদের জন্য জনশক্তি। এ জনশক্তি কাজে লাগিয়ে ছোট-বড় কারখানা পরিচালনার কাজে লাগাতে পারব।” তাদেরকে সম্পদে রূপান্তরিত করতে নানা ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
“ইতোমধ্যে কারাগারে আমরা গার্মেন্টের পাশাপশি জুতা তৈরি, সূচি কাজ, বেতের চেয়ার-টেবিলসহ বিভিন্ন গৃহস্থালির আসাবপত্র তৈরির প্রশিক্ষণ দিচ্ছি।