সিলেটের বালুচর থেকে অস্ত্রসহ দুই ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ১:৪৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট নগরীর উত্তর বালুচর টিবি গেইট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। নগরীর টিবি গেইটের ছড়ার পাড় পানির পাম্প এলাকা থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ইসলাম উদ্দিন (২৭) ও জাকির হোসেন (৩৫)।
এ সময় তাদেরকাছ থেকে ২ টি ধারালো চাপাতি উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে আরো ৩টি দা, ১টি লোহার পাত, তালা খোলার বিভিন্ন আকৃতির ২৮টি চাবি উদ্ধার করা হয়।
গোয়েন্দা শাখার রাত্রিকালীন অভিযান পার্টির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহ্ মোঃ হারুন-অর-রশীদ’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে, বালুচর এলাকায় ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে তাদের সর্দার তারিফ হোসাইন তারেকসহ ১৪/১৫ জন অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেরে সর্দারসহ অন্যরা পালিয়ে যায়।
এদিকে, তারিফ হোসেনকে গ্রেফতার করতে শনিবার বালুচর এলাকায় তার বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ডাকাত সর্দার তারিফ হোসেনকে পাওয়া যায়নি। তবে তার ঘর থেকে ২ টি দেশীয় অস্ত্রসহ নগদ চার লক্ষ টাকা উদ্ধার করা হয়।