সুরমা নিউজ :
সিলেটের ফেঞ্চুগঞ্জে ১৪৪ পরিবারের সঞ্চয়ের টাকা দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। গ্রামের প্রতিটি পরিবার প্রতিদিন দুই টাকা করে সঞ্চয় করে এক বছরের জমানো টাকা দিয়ে গ্রামের কাঁচা সড়কে ইট বিছানোর কাজ শুরু করেছেন। এমন দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলার বাঘমরা গ্রামবাসী। বৃষ্টি হলেই গ্রামের এ সড়কটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের অন্তর্গত কুশিয়ারা নদীর তীরবর্তী বাঘমারা গ্রামটির জনসংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। গ্রামের মানুষ ব্যবসাসহ বিভিন্ন পেশায় যুক্ত থাকলেও গ্রামে বসবাসকারী সিংহভাগ মানুষই মাছ বিক্রি করে জীবিকানির্বাহ করে থাকেন।
জানা গেছে, ২০১৫ সালে বাঘমরা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্য গ্রামের উদ্যমী যুবক লিলু মিয়া, জীবন আহমদ, রাব্বিল ও হাসানের উদ্যোগে গঠন করা হয় বাঘমারা গ্রাম উন্নয়ন কমিটি। এ কমিটির উদ্যোগে গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় করে বাঘমারা গ্রামকে একটি আদর্শ গ্রামে পরিণত করার লক্ষ্যে গ্রামের সমস্যা সমাধানের উদ্দেশ্য সবার স্বতঃস্ফূর্ত সম্মতিতে গ্রামের ১৪৪ পরিবার প্রতিদিন দুই টাকা করে বাঘমারা গ্রাম উন্নয়ন কমিটির তহবিলে জমা করতে থাকেন। সড়ক উন্নয়ন-বাঘমারা গ্রাম উন্নয়ন কমিটির তহবিলে ৩৫৩ দিনে ১৪৪ পরিবারের জমানো টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১৬ হাজার ৬৪ টাকা। এ টাকা দিয়ে গ্রামের সড়কটি ইট সলিং করতে বাঘমরা গ্রাম উন্নয়ন কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ১০ হাজার ইট দিয়ে শুরু হয় রাস্তা উন্নয়নের কাজ। সরজমিন বাঘমারা গ্রামে সড়ক উন্নয়ন কাজ চলাকালে দেখা যায় গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গ্রামের পুরুষরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় ইট বিছানোর কাজে ব্যস্ত রয়েছেন। অবশেষে গ্রামের মানুষ সরকারি সাহায্য-সহযোগিতার অপেক্ষা না করে নিজেদের জমানো অর্থ দিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইট বিছানো সড়ক তৈরি করে নিয়েছে।
বাঘমারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি লিলু মিয়া বলেন, রাস্তা প্রায় ৪শ’ফুট ইট দিয়ে সলিং করা হয়েছে। গ্রামের সমস্যা চিহিৃত করে গ্রামের মানুষের সহযোগিতায় সকল সমস্যা গ্রামের মানুষই সমাধান করবে। বাঘমারা গ্রামকে একটি আদর্শ গ্রামে পরিনত করা আমাদের উদ্দেশ্যে।
ফেঞ্চুগঞ্জে ১৪৪ পরিবারের সঞ্চয়ের টাকা দিয়ে রাস্তা নির্মাণ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৬, ২:০৫ পূর্বাহ্ণ