সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সম্মেলন কাল
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৯:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার এক সম্মেলন সভা আগামীকাল ২৭ আগস্ট সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করার লক্ষে আজ শুক্রবার নগরীর সুরমা মার্কেস্থ কার্যালয় থেকে জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার উদ্যোগে এক র্যালী বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রসমাজের আহবায়ক ফয়জুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মঈন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক এম. মুর্শেদ খাঁন। সভায় বক্তারা সম্মেলন সফল করতে জাতীয় ছাত্রসমাজের সর্বস্থরের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানান।
জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিইউ তাজ রহমান, সম্মেলন উদ্বোধণ করবেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।