ছাতকে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত: থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৯:৩০ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকের পল্লীতে প্রতিপক্ষের হামলায় রিমন আহমদ নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় নিহতের চাচা মমতাজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার দায়ের করেছেন। শুক্রবার বিকেলে ২০জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়।
এদিকে এ হামলার ঘটনার পর এলাকায় পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত বৃহস্পতিবার সকাল থেকেই হামলাকারীরা বাড়ী-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন বলে জানা গেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের খাস জমি দখল নিয়ে হামলার ঘটনায় রিমন আহমদ, সামছুন নাহার, আব্দুল কাইয়ূম ও শাহার উদ্দিন আহত হয়। এদের মধ্যে শাহার উদ্দিন ও রিমন আহমদকে আশংকাজন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রিমন আহমদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জাউয়াবাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নিহত রিমন সেনপুর গ্রামের রইছ উদ্দিনের পূত্র। তার মৃত্যুর খবরে বৃহস্পতিবার দুপুরে গ্রামের বিক্ষুদ্ধ লোকজন ১৫টি ঘর-বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজনের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ঘর-বাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
দক্ষিণ খুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য সুহেল আহমদ জানান, বিক্ষুদ্ধ লোকজন গ্রামের যে ঘর-বাড়ী ভাংচুর ও জ্বালিয়েছে, সে গুলো সবই অবৈধ স্থাপনা।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনপুর এলাকায় অতিরিক্ত পুলিশের টহল জোরদার করা হয়েছে।