এক মাস থেকে পানি নেই তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৬:৫০ অপরাহ্ণ
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১মাস ধরে পানি নেই। আর পানির জন্যে হাসপাতালে ভর্তি থাকা রোগী সহ আবাসিক কোয়াটারে অবস্থানকারীদের মধ্যে পানির জন্য হাহাকার বিরাজ করছে। গাফলতির কারণে বারবার নষ্ট হলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্বেগ চোখে পড়ছে না।
জানা যায়, গত ২৮জুলাই থেকে হাসপাতালের পানি সরবরাহের জন্য পাম্প মেশিনের সার্কিট নষ্ট হওয়াসহ অন্যান্য সমস্যার দেখা দেয়। এরপর একটানা ১৮দিন অচল থাকে মেশিনটি। স্থানীয় মেকানিক দিয়ে সারানোর জন্য চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এরপর মেশিনটি মেরামত করার জন্য নেওয়া হয় সুনামগঞ্জ। মেরামত করে আনার পরে আবারও নষ্ট হয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত পাম্প মেশিনটি নষ্ট অবস্থায় পড়ে আছে। মেরামত না হওয়ায় হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীরা চরম দূর্ভোগের মধ্যে দিন পার করছেন।
হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানান, পানির মেশিনটি এখনো ঠিক হয়নি। যার জন্য হাসপাতালে ও আবাসিক কোয়াটারে গোসল, টয়লেট করাসহ অন্যান্য কাজে মারাত্মক সমস্যার সৃষ্টির হয়েছে। হাসপাতালে ৬টি টিউবওয়েলের মধ্যে মাত্র ১টি সচল আছে। বাকিগুলো অকেজো। ফলে পানি আনার জন্য যেতে হচ্ছে দু-তলা ওয়ার্ড থেকে নিচে। পানি উপড়ে উঠানো করতে গিয়ে বড় কষ্ট হচ্ছে আমাদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, পানির পাম্প মেশিনটি নষ্ট হওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১মাস ধরে পানি নেই খুবই দুঃখ জনক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।