৭ মাসেও পূর্ণাঙ্গ হয়নি সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ২:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের সাড়ে ৭ মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ হয়নি জেলা ও মহানগর বিএনপির কমিটি। অজুহাত ওঠেছে, বিএনপির কেন্দ্রীয় সংশোধিত গঠনতন্ত্রের কপির জন্যই পূর্ণাঙ্গ কমিটি আটকে আছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা-মহানগরের ১৩২ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। তাদের ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক হন আলী আহমদ। এদিকে মহানগরে সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হন।
জেলা ও মহানগর বিএনপির এই নির্বাচিত নেতার উভয় শাখার কমিটি পূর্ণাঙ্গ করতে ‘দেরি করা হবে না’ বলে মন্তব্য করেছিলেন। দলের ত্যাগী, পরীক্ষিত, নিবেদিতপ্রাণ নেতাদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান তারা। তবে আংশিক কমিটি গঠনের প্রায় সাড়ে ৭ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ হয়নি সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি। এতে সিলেটে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে বিরাজ করছে স্থবিরতা।
দলীয় সূত্র জানায়, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্রে সংশোধন আনা হয়েছে। সংশোধিত গঠনতন্ত্রের কপি বিএনপির প্রত্যেক সাংগঠনিক ইউনিটে পাঠানো হবে। সংশোধিত গঠনতন্ত্রের ওই কপি এখনো সিলেট বিএনপির নেতাদের হাতে আসেনি। এজন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়াও আটকে আছে। তবে অভিযোগ ওঠেছে, সিলেটে কমিটি নিয়ে আবারো কিছু নেতারা অর্থ-বাণিজ্য করার তদবিরে রয়েছেন। সে কারণেই লবিংয়ের ইঁদুর দৌড়ে কমিটি আটকা পড়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, কেন্দ্রীয় সংশোধিত গঠনতন্ত্রের কপির জন্য আমরা অপেক্ষা করছি। সংশোধিত গঠনতন্ত্রের কপি হাতে পেলেই সে অনুযায়ী কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গঠনতন্ত্রের জন্য কেন্দ্রের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আমরা প্রাথমিক হোমওয়ার্কও করে রেখেছি।