বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথ থানা থেকে রিমান্ডের আসামী পলায়নের ঘটনায় এক এএসআইসহ ৩ পুলিশ সদস্যকে ক্লোজড করে সিলেট পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- বিশ্বনাথ থানা এএসআই কামাল আহমদ, কনস্টেবল সামাদ মিয়া ও নাছিমা বেগম। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবদুল হাই বলেন, ক্লোজড হওয়ায় পুলিশ সদস্যরা থানা ত্যাগ করে পুলিশ লাইনে চলে গেছেন।
গত মঙ্গলবার রাতে বিশ্বনাথ থানা থেকে হাতকড়া’সহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতি মামলার রিমান্ডের আসামী রুহুল আমিন পালিয়ে যায়। আসামী রুহুল আমিন পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার সকালে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিশ্বনাথের তিন পুলিশ সদস্য ক্লোজড
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১:১১ অপরাহ্ণ