শাল্লায় ১০ হাজার লিটার চোলাই মদ আটক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১২:৪৪ অপরাহ্ণ
শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার খামারগাও থেকে ১০ হাজার লিটার চোলাই মদ আটক করেছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) ছুরত আলমের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে গ্রামের রুবেল মিয়া, নূর হোসেন, মনছুর, আব্দুল আলী, সানেমান, মোহন ও হান্নানের বাড়ি থেকে ১০ হাজার লিটার চোলাই মদ আটক ও মদ তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে সে সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
শাল্লা থানার এসআই সত্যজিৎ বাদি হয়ে এ ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ছুরত আলম বলেন, খামারগাঁও এখন মাদকের হাট হয়ে গেছে। ওরা বিষাক্ত কেমিক্যালের মিশ্রণের মাধ্যমে চোলাই মদ তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছে।
সামাজিক অবক্ষয়সহ যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। চোলাই মদ তৈরি ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।