বিএনপি নেতার বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ৩:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ধামরাইয়ের সুদ্ধিপাড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ফুটু মিয়ার বৃদ্ধা মা রজ্জ বানু (৮০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহতের স্বামী ফালুজ উদ্দিন ব্যাপারীকেও (৯০) গুরুতর জখম করা হয়েছে। হামলাকারীরা ওই দুই বৃদ্ধকে আক্রমণ করে ঘরের মালামল লুট করে নিয়ে গেছে। গত রাতে এ হামলা হয়। আজ সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশের এডিশনাল এসপি আশরাফুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।