মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন আরো ৮ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ১২:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত বছরের ১১ মে লংকাবির দ্বীপ উপকূল থেকে উদ্ধার হওয়া ৭১৬ বাংলাদেশির মধ্যে দফায় দফায় দেশে ফিরেছেন ৬৭৮ জন। এরই ধারাবাহিকতায় বুধবার দেশে ফিরেছেন আরো আট বাংলাদেশি।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা জানান, বাংলাদেশ বিমানের বিজি ১৮৭-এর একটি ফ্লাইটে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিট কুয়ালালামপুর ছেড়েছেন আট বাংলাদেশি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তারা দেশে পৌঁছেছেন।
তারা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের আনোয়ার, নরসিংদী রায়পুরের মিলন মিয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সিরাজুল ইসলাম এবং বরিশালের মুলাদির মোহাম্মদ সজীব হোসাইন, কক্সবাজারের মোহাম্মদ খাইরুল ইসলাম, নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোহাম্মদ খাইরুল্লাহ, যশোর ঝিকরগাছার মোহাম্মদ শহিদুল ইসলাম ও যশোর খামারপাড়ার আলমগীর।
এদিকে মালয়েশিয়ার দ্বীপ উপকূল থেকে উদ্ধার হওয়া ৭১৬ জনের মধ্যে এ পর্যন্ত ৬৮৬ জনকে সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।