সৌদিপ্রবাসী বেকার শ্রমিকদের চাকরি দিতে নতুন ওয়েবসাইট
প্রকাশিত হয়েছে : ১২:১৩:০০,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে যেসব প্রবাসী চাকরি হারিয়েছে বা চাকরি ছেড়ে দিয়েছে, তাদের নতুন চাকরি খুঁজে পেতে সহযোগিতা করতে নতুন একটি ওয়েবসাইট খুলেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। যেসব দক্ষ প্রবাসী প্রতিকূল কর্মপরিবেশে কাজ করছে এবং অন্য নিয়োগদাতার অধীনে কাজের সুযোগ খুঁজছে তাদের জন্য www.kawadir.com.sa এই ওয়েবসাইটটিতে চাকরির খবর আছে। শুধু প্রবাসী শ্রমিকদের জন্য নয়, এই ওয়েবসাইটটি নিয়োগদাতাদেরও দক্ষ কর্মী খুঁজে নিতে সহযোগিতা করবে।
শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল-খলিল জানিয়েছেন, এই সাইটটির মূল উদ্দেশ্য হলো নতুন ওয়ার্ক ভিসার সংখ্যা কমানো। এই ওয়েবসাইটি তাদের জন্য তাদের ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। আবার সৌদি আরবে আসার পর ৩ মাস হয়ে গেলেও যারা ইকামা পাননি এটি তাদের জন্যও। নিয়োগদাতারাও এই ওয়েবসাইট ভিজিট করে সম্ভাবনাময় চাকরিপ্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে নিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।