শাহ জালাল এর ঈসালে সওয়াব উপলক্ষে লতিফিয়া ক্যাডেট মাদ্রাসায় খানেকা মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৬, ৫:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট হযরত শাহ জালাল মোজররদে ইয়ামনি (রহঃ) এর ঈসালে সওয়াব উপলক্ষে গতকাল ২৩ আগস্ট মঙ্গল বার ওসমানীনগরের লতিফিয়া ক্যাডেট মাদরাসায় আলোচনা ও খানেকা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে খানেকা পরিচালনা করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর অন্যতম খলিফা আল্লামা হোসাইন আহমদ রহিমপুরী, মাহফিলে আলোচনা পেশ করেন মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক মাওঃ এম এ রব। এ সময় উপস্তিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য সুলতান আহমদ, মাস্টার আব্দুল মুকিত, মাওঃ খুরশেদ আলম, মাওঃ আব্দুর রশিদ, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার সভাপতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ আসাদুজ্জামান, হাফিজ আনছার আহমদ, হাফিজ আশরাফুল ইসলাম, হাফিজ শাহজান, সুহেদ আহমদ আল ইসলাহ নেতা খোকনুজ্জামান, ব্যবসায়ী আব্দুল মোমিন, তালামীয দায়িত্বশীল হাফিজ আব্দুল কুদ্দুছ ও মাহবুব আহমদ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। মৌলভী মাহমুদ আলীর সভাপতিত্বে ও মুহাম্মদ আজাদ আলীর পরিচালনায় অনুষ্টিত মাহফিলের শুরুতে প্রতিষ্ঠানের তিনজন ছাত্র কে হিফজে ছবক দেওয়া হয়। ছবক গ্রহনকারী ছাত্ররা হলেন জুবায়ের আহমদ, মিলাকুর রহমান, ফয়জুল ইসলাম, সবশেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।