সিলেটসহ বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত, শাবি শিক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ২:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভুমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এ ভুমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৩ মাত্রায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের ৪০ কিলোমিটার দূরে মাওয়ালিক মানক স্থানে। তার কিছুটা আভাস বাংলাদেশেও লেগেছে। ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী ছিল এ ভূমিকম্প।
এদিকে ভূমিকম্পের সময় দোতলা থেকে লাফ দিতে গিয়ে শাবির এক শিক্ষার্থী হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম তানভীর কবির। তানভীর পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র এবং সৈয়দ মুজতবা আলী হলের ২০৮ নম্বর রুমের বাসিন্দা। ওই হলের বাসিন্দা ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. আল আমিন জানান, মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হলে ভয় পেয়ে তানভীর দোতলা থেকে লাফ দেয়। এ সময় তার হাত ভেঙে যায় এবং রক্তক্ষরণ হয়।
শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।