মৌলভীবাজার জেলা ছাত্র শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ২:৪৭ পূর্বাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরীকে (৩০) গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী ভৈরবগঞ্জ বাজার এলাকা দেওয়ান কামরুল হাসান চৌধুরীর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন রাত পোনে ১১টার সময় বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।