মেসির পর এবার নেইমারের চুলও সাদা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ১:০৫ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা হারের পরচুলের রং সাদা করে ফেলেন লিওনেল মেসি। সতীর্থকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন নেইমার। অলিম্পিকের স্বর্ণ জয়ের পর চুল সাদা করে ফেলেছেন ব্রাজিল তারকাও। নেইমারেরকে দেখে ব্রাজিলের ‘গাবিগোল’ খ্যাত গ্যাব্রিয়েল বারবোসা ও গ্যাব্রিয়েল জেসাসও সাদা করে ফেলেছেন তাদের চুল। তবে লুয়ান ও রাফিনহা অন্য রকম চেষ্টা করেছেন। তারা নিজেদের চুল রাঙিয়েছেন সোনালি রঙে। এছাড়াও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয়ের স্মৃতিটা ধরে রাখতে একটা ট্যাটুও আঁকিয়েছেন নেইমার। অলিম্পিকের লোগোসহ সেখানে লেখা আছে ‘রিও ২০১৬’। পাঁচ-পাঁচটা বিশ্বকাপ ঘরে থাকলেও অলিম্পিকের এই স্বর্ণটাই ছিল না ব্রাজিলের। নেইমারের চমকে সেটাই জেতা হয়েছে সেলেকাওদের।