পাহাড়ি ঢলে ভেসে এলো ভারতীয় নাগরিকের লাশ!
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৬, ৩:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
কানাইঘাট পূর্ব বাজারস্থ খেয়াঘাটের পাশ থেকে সুরমা নদীতে ভাসমান অবস্থায় চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
অজ্ঞাতনামা লাশ ভারত সংলগ্ন সীমান্তবর্তী কোন এলাকা হতে পাহাড়ী ঢলে সাথে নেমে এসেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। রবিবার দুপুরে স্থানীয় লোকজন অবগত করলে মরদেহটি উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।
স্থানীয় লোকজন কানাইঘাট পূর্ব বাজারস্থ খেয়াঘাটের পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করে।