সুরমা নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামে বিগত ২৪ ঘণ্টায় আরো ১১ জনকে অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। রোববার (২১ আগস্ট) সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাফরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চারদিনের ব্যবধানে একই এলাকায় এ নিয়ে অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। আর বিগত তিন মাসে শাহজাদপুরে মোট ১০২ জন ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়েছেন।
নতুন করে অ্যানথ্রাক্স আক্রান্তরা হলেন- চর কৈজুরী গ্রামের মোজাফ্ফর আলী (৩০), আল-আমিন (১৩), শাহীন (১০), আলমগীর (৩২), তারা মিয়া (৩০), লালচাঁদ মিয়া (২০), মায়া খাতুন (৪০), ডলি খাতুন (৪৩), স্বপন (১০), গোপালপুর গ্রামের ফরিদা খাতুন (৩০) ও উল্টাডাব গ্রামের হাসি খাতুন (২৭)।
ডা. জাফরুল ইসলাম আরো জানান, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসেবা দেওয়া হচ্ছে। এরই মধ্যে অনেক রোগীই সুস্থ হয়েছেন। প্রাণিসম্পদ বিভাগ থেকে ভ্যাকসিনাইজেশন কর্মসূচি চলছে। এছাড়া জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।
ইতোপূর্বে সিরাজগঞ্জের দুই উপজেলায় আরও ৩৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে।
মূলত গরু এ রোগে বেশি আক্রান্ত হয়। তবে ছাগল, ভেড়া, ঘোড়া, মহিষ, জেব্রা, জিরাফ, হরিণ, শূকর, হাতি এবং বানরও এ রোগে আক্রান্ত হতে পারে। প্রাণী থেকে মানুষে এ রোগ ছড়ায় বলে একে জ্যুনোটিক ডিজিজও (zoonotic disease) বলে। তাই ভয়ের কারণ একটু বেশি।
অ্যানথ্রাক্স গবাদিপশুর একটি মারাত্মক সংক্রামক রোগ। গবাদিপশু থেকে এ রোগে মানুষেও ছড়ায়। এ রোগের জীবাণু দ্বারা সংক্রামিত খাদ্য খেয়ে বিশেষ করে বর্ষাকালে নদী-নালার পানি ও জলাবদ্ধ জায়গার ঘাস খেয়ে গবাদিপশু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়।
মৃত বা আক্রান্ত পশুর লালা বা রক্তের মাধ্যমে এ রোগ ছড়ায়। তা ছাড়া চুল, উল বা অন্যান্য বর্জের মাধ্যমেও ছড়াতে পারে। মৃত পশু পচে গলে মাটিতে মিশে গেলেও হাড় যদি থাকে তবে তা থেকেও ছড়াতে পারে। এ রোগের জীবাণু প্রচণ্ড প্রতিকূল পরিবেশেও বছরের পর বছর বেঁচে থাকতে পারে। কখনো এক দশকও। কোথাও একবার এ রোগ দেখা দিলে তা পরবর্তী সময়ে আবারো দেখা দিতে পারে। ট্যানারি বর্জ্য সঠিক ও সুষ্ঠু নিষ্কাশন এ জন্যই খুব গুরুত্বপূর্ণ। অ্যানথ্রাক্সে মৃত গরুর চামড়া ট্যানারিতে গেলে তা থেকে জীবাণু চারদিকে ছড়িয়ে পড়তে পারে। ভয়াবহ অবস্থার সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়।
সিরাজগঞ্জে আরো ১১ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ৩:২৭ অপরাহ্ণ