দশ বছর বয়সেই বাবা-ভাই খুনের সাক্ষী স্বর্ণা!
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
২০১৪ সালের ২৬ জানুয়ারি দুপুর দুইটায় প্রকাশ্যে খুন করা হয় সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানা বেগম শানুর ছোট ছেলে কলেজছাত্র সোহান ইসলামকে (১৮)। সোহান মদন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। একমাত্র বোন স্বর্ণাকে স্কুল থেকে নিয়ে আসার পথে খুন হয় তিনি।
সেদিন ভাইকে বাঁচাতে খুনিদের পা জড়িয়ে ধরেছিলো শানুর একমাত্র শিশুকন্যা নুশরাত জাহান স্বর্ণা। সাহায্য চেয়ে সে জড়িয়ে ধরেছিলো অদূরে ফাঁড়িতে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যের পা। কিন্তু স্বর্ণার আকুতিতে মন গলেনি পুলিশ সদস্যেরও।
স্বর্ণার জীবনে খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার পুনরাবৃত্তি ঘটলো আবারও। শনিবার (২০ আগস্ট) রাত দশটায় বাসার অদূরে সন্ত্রাসীরা যখন তার বাবা তাজুল ইসলামকে কোপাচ্ছিল, তখনও ছুটে যায় ৪র্থ শ্রেণি পড়ুয়া একমাত্র মেয়ে স্বর্ণা।
বাবাকে বাঁচাতে খুনিদের পায়ে জড়িয়ে ধরে সে। কিন্তু শিশুটির আর্তিতে পাষণ্ড খুনিদের মন গলেনি। বরং কোপানোর পর বেঁচে থাকলেও যাতে তাজুল ইসলাম অন্ধ হয়ে যান, সেজন্য তার চোখে চুন ঢেলে দেয় সন্ত্রাসীরা।