তুরস্কে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩০
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:৪৬,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ ডেস্ক: তুরস্কের একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরের এ ঘটনায় আরও ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও হামলার পেছনে ইসলামিক স্টেট (আইএস) আছে বলে সন্দেহ করছেন তুর্কি কর্মকর্তারা।
ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা প্রকাশ করেছে তুর্কি সরকার।
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমেস্ক হামলাটিকে ‘বর্বরোচিত’ অবহিত করে বলেছেন, “খোদার ইচ্ছায় আমরা এ ধাক্কা কাটিয়ে উঠব।” শহরের যে অংশে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বসবাস করেন। লোকজন বিয়ের আসর থেকে রাস্তায় বেরিয়ে আসার পরই বিস্ফোরণটি ঘটনো হয়।
সিরীয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরের শহরটি সব অংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে এবং সিএনএন তুর্কিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে শহরটির জনাকীর্ণ রাস্তাটিতে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হয়েছেন বলে দেখা গেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সম্ভবত উৎসব করতে বিয়ের আসর থেকে বড় একটি দল রাস্তায় নেমে আসার পর বিস্ফোরণটি ঘটানো হয়। ট্যুইটারে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস্য সামিল তাইয়ার জানিয়েছেন, হামলার পিছনে আইএস আছে বলে ধারণা করা হচ্ছে।