‘রাগীব আলী আজ ষড়যন্ত্রের শিকার’—বিশ্বনাথে এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৩২ পূর্বাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার বললেন, ‘রাগীব আলী আজ ষড়যন্ত্রের শিকার’। সমাজের বিভিন্ন শ্রেণির ষড়যন্ত্রকারীরা তাকে (রাগীব আলী) হয়রানী করছে। শিক্ষাক্ষেত্রে রাগীব আলী যে অবদান রেখেছেন, তা অনস্বীকার্য। ‘রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালকে টিকিয়ে রাখার আহবান জানিয়ে তিনি (এহিয়া) বলেন- এটি বিশ্বনাথ-বালাগঞ্জবাসীর প্রাণের দাবি। তিনি আরো বলেন, কোন মতবাদ ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের’র মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। ইসলামের নামে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করছে প্রকৃত পক্ষে তারা ইসলামের শক্র।
তিনি সিলেটের বিশ্বনাথে শনিবার উপজেলার ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসায় মাল্টি মিডিয়া ক্লাসরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমান ও প্রাক্তণ ছাত্র সাংবাদিক এমদাদুর রহমান মিলাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, জাতীয় পার্টি নেতা রুবেল আহমদ আফজল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র জুবায়ের আহমদ ও হামদ পেশ করে রেদুয়ান আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মইনুল ইসলাম চুনু, এলাকার মুরব্বি আব্দুল আহাদ, মনফর আলী, মতছির আলী, ইউপি সদস্য মর্তুজ আলী, আব্দুল মতিন, ইউপি সদস্যা ছুবেরা বেগম, সালমা বেগম, প্রবাসী সিরাজ মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি রইছুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, জাপা নেতা আমির উদ্দিন, রাজু আহমদ, আজর আলী, যুব সংহতি নেতা আব্দুল মুকিদ প্রমুখ।