এপেক্স ক্লাব সিলেট’র কর্মকান্ড জাতীয়ভাবে প্রশংসনীয়—খোরশেদুল আলম অরুন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:০০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট মানবতার সেবায় যেসব কাজ করছে তা অত্যন্ত প্রশংসার দাবী রাখে। কম ভাগ্যবানদের মাঝে চাল, টিন, সেলাই মেশিন, টিউবওয়েল, রিক্সা, বৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ সহ জাতীয় বিভিন্ন দিবস পালন করে এপেক্স ক্লাবের কার্যক্রমকে আর্থ-মানবতার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আমি আশা করি এপেক্স ক্লাব অব সিলেটের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় রাখবে। গতকাল এপেক্স ক্লাব অব সিলেট এর ১১৭০তম সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সহ-সভাপতি খোরশেদুল আলম অরুন এসব কথা বলেন। সিলেট শহরের তালতলাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত নিয়মিত সভায় ক্লাব প্রেসিডেন্ট এপেঃ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন এপেঃ রুহুল আনোয়ার চৌধুরী, এপেক্স এর আদর্শ পাঠ করেন এপেঃ এড. বাবুল মিয়া ও ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট বাবুল মিয়া। পরে সভায় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দেন এপেঃ এমদাদুর রহমান। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডিজি-১ এপেঃ ভুবন লাল ভারতী, ডিজি-৪ এপেঃ জাহাঙ্গীর আলম খোরশেদ, লাইফ মেম্বার এপেঃ আব্দুস শহীদ মুহিত, পিডিজি-৪ এপেঃ আব্দুর রউফ পহেল, পিডিজি এপেঃ রুহুল মইন, পিডিজ এপেঃ নাসিম আহমেদ, পিডিজি এপেঃ ইকবাল রেজা মাছুম, পিডিজি এপেঃ হাবিবুল্লাহ্। এছাড়া আরও বক্তব্য রাখেন- পিএনএসডি এপেঃ এড. মাসুম আহমেদ, এপেঃ রামেন্দ্র কুমার সিন্হা, এপেঃ এমদাদুর রহমান, এপেঃ শাহেদুর রহমান, এপেঃ ডাঃ মনিরুজ্জামান। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন- এপেঃ আদিল হোসেন, এপেঃ মাওলানা বদরুল আলম, এপেঃ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, এপেঃ এড. বাবুল মিয়া, এপেঃ নাজমুল হুদা, এপেঃ জাকারিয়া আহমদ, এপেঃ কবির আহমদ, এপেঃ রাজিবুর রহমান, এপেঃ আশিষ রায়, এপেঃ ইউনুছ কবির, এপেঃ আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত সভায় ডিজি-১ এপেঃ ভুবন লাল ভারতীর পক্ষ থেকে এপেক্সিয়ানদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন জাতীয় সহ-সভাপতি খোরশেদুল আলম অরুন। পরিশেষে ক্লাব প্রেসিডেন্ট সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং ডিনারের আমন্ত্রণ জানিয়ে উক্ত সভার সমাপনী ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তি