এবার ‘কিরণমালা’ কেড়ে নিল ভাই-বোনের প্রাণ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ৮:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
শনিবার সকাল ৯টার দিকে বাড়ির সবাই স্টার জলসায় ”কিরণমালা” দেখায় মগ্ন আর সেই ফাঁকে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। নিহতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদুড়িয়া গ্রামের আবদুস সবুর মোল্লার ছেলে আসাদুর রহমান (৬) ও সবুরের ভাতিজী মনিরা খাতুন (৪)। নিহতরা পরস্পর চাচাতো ভাই-বোন।
শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তারা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে গ্রামবাসী উদ্ধার করে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, খবর পেয়ে তিনি দ্রুত সেখানে পৌঁছান।