জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার সাংবাদিকদের
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ৩:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
‘জেগে ওঠ দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধ এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় সাংবাদিকরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
মানববন্ধনে অংশ নেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।