ছাত্রলীগ নেতা রবিনের সাথে সম্পর্কে অবনতির জেরে খুন হন আফসানা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ২:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মিরপুরের সাইক ইনস্টিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌসের ‘হত্যার’ সাথে তাঁর বন্ধু তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন জড়িত বলে অভিযোগ করেছে আফসানার স্বজনরা। তাদের দাবি, আফসানাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আফসানার ছোট ভাই ফজলে রাব্বি বলেছেন, “রবিনের সঙ্গে আমার বোনের বন্ধুত্ব ছিল। ঝগড়া-বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা সন্দেহ করছি।”
আফসানার অন্য স্বজনরা জানিয়েছেন, “আফসানা তেজগাঁও এলাকায় থাকাকালে রবিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। পরে এলাকা ছেড়ে চলে যান আফসানা।”
ঘটনার ১০ দিন আগে আফসানা ও রবিনের বন্ধুরা আবার দুজনকে মিল করিয়ে দেয়। তবে ঘটনার দুদিন আগে আবার সম্পর্কে ছেদ পড়ে।
আফসানার মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁর পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বজনরা।
আফসানাকে অচেতন অবস্থায় গত শনিবার রাতে কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।