হবিগঞ্জে জঙ্গি সন্দেহে মাদ্রাসা ছাত্রসহ ৯ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জঙ্গি সন্দেহে মাদ্রাসা ছাত্রসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যোরবাজার এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জেলার মাধবপুর উপজেলার পুটানিয়া গ্রামের আলী হোসেনের পুত্র মোশাহিদ (২০), পুরাইকলা গ্রামের নুর মিয়ার পুত্র আমিনুল (১৯), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের রেজাউল করিমের পুত্র আনোয়ার হোসেন (১৬), বাহুবল উপজেলার লামাতাশী গ্রামের সাদেক মিয়ার পুত্র শফিকুল (১৫), হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের ছমির আলীর পুত্র জাহাঙ্গীর (১৯), ময়নাবাদ গ্রামের শফিকুল ইসলামের পুত্র এনামুল হক (১৯), চুনারুঘাট উপজেলার বরগাঁও গ্রামের আলা উদ্দিনের পুত্র আক্রাম হোসেন (৪৮), ফুলবাড়িয়া গ্রামের চনু মিয়ার পুত্র তাহমিদ (১৯) ও সদর উপজেলার বনগাও গ্রামের শহিদ মিয়ার পুত্র আবু বকর (১৮)।
স্থানীয় জানায়- বুধবার (১৭ আগস্ট) বিকাল ৩টা থেকে বৈদ্যোর বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির সমাবেশ চলছিল। পুলিশ সমাবেশ স্থলের চারপাশে টহলে থাকাবস্থায় খবর আসে উল্লেখিতরা নাশকতার পরিকল্পনা করছে। এসময় সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ ব্যাপারে সদর থানা মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান- সন্দেহজনক ঘুরেফেরার কারণে ৯ জনকে আটক করা হয়েছে। তবে তারা জঙ্গী কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বর্তমান এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ ৭০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।