প্রবল বন্যায় যুক্তরাষ্ট্রে ১১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:০১,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
প্রবল বন্যায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের ব্যাটন রস শহরে প্রবল বৃষ্টিপাতে ৪২টি বাড়ী বিধ্ধস্থ হয়েছে। কেন্দ্রীয় সরকারের জরুরী সংস্থা ফিমা এবং রেড ক্রসের সাহায্য কর্মীরা গত কয়েকদিন ধরে বন্যাদুর্গত এলাকায় কাজ করছেন। খবর-ভয়েজ অব আমেরিকা।
কতৃপক্ষ জানিয়েছে গত ৩০ বছরেরর মধ্যে এবার সবচেয়ে মারাত্মক বৃষ্টি ও বন্যা কবলিত হয়েছে এই রাজ্য। ব্যাটন রস শহর থেকে ৩০ হাজার পানিবন্দী মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
হোয়াইট হাউজ জানায় প্রেসিডেন্ট ওবামা জরুরী সাহায্য কর্মীদেরকে বন্যাদুর্গতদের সহায়তার নির্দেশ দিয়েছেন।