নিউজিল্যান্ডে ৪১তম জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৯:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী এবং ‘জাতীয় শোক দিবস’ ১৫ই আগস্ট, ২০১৬, সোমবারনিউজিল্যান্ডের অকল্যান্ডের “ওয়েস্টার্ন স্প্রিং কমুনিটি হল”এ ভাবগম্ভীর পরিবেশে এবং যথাযথ মর্যাদায় পালিত হয়েছে!
বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ড শাখার আহবায়ক কমিটির আহবায়ক ডাঃ আবুল কাশেমের সভাপতিত্ত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী আফজালুর রহমান রনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অকল্যান্ড, নিউজিল্যান্ডে সদ্য নিযুক্ত বাংলাদেশ সরকারের ‘অনারারী কনসাল’ প্রকৌশলী সফিকুর রহমান ভুঁইয়া অনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ, স্থপতি শাহীন এবং মাউন্ট রস্কিল এলাকার লেবার পার্টির এমপি প্রার্থী মাইকেল উড।
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী এবং ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে মাননীয় রাষ্ট্র পতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন যথাক্রমে জিয়াউল করিম কিশোর এবং বেলী মাহমুদ। বঙ্গবন্ধুর উপর বিষয় ভিত্তিক বিশেষ প্রবন্ধ পাঠ করেন প্রকৌশলী আফজালুর রহমান রনি। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি এবং উন্মুক্ত আলোচনা করেন কাজী সেতু এবং ফাতিমা জোহরা।
আলোচনা সভার শুরুতেই ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতে সপরিবারে শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু এবং অন্যান্য শহীদদের, ঢাকার কেন্দ্রিয় কারাগারে ৪ জাতীয় নেতার, ১৯৭১ -এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দরূদ ও বিশেষ দোয়া করেন প্রকৌশলী নূর জাহাঙ্গীর।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে অকালে হারানোর এই শোককে শক্তিতে পরিণত করে, জাতির পিতার স্বপ্ন – দুর্নীতি মুক্ত, শোষণ হীন স্পমাজ তথা সোনার বাংলা গোড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। হুমকি নিয়ে সারাজীবন বাংলা-বাঙালির পক্ষে রাজনীতি করেছেন। কোন লোভ-লালসা তাকে নীতিচ্যুত করতে পারেনি।