বার্ষিক আয়ে বিএনপির চেয়ে এগিয়ে আ. লীগ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৬:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশী আর বিএনপির আয় কম ব্যয় বেশী এমন হিসাব দেখিয়ে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে রাজনৈতিক দল দুটি।
এ নিয়ে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দল ইসিতে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
২০১৫ সালে আওয়ামী লীগের ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। ওই বছরের ব্যয় মিটিয়ে দলটির তহবিলে জমা আছে ৩ কোটি টাকা।
তবে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় প্রায় ১৪ লাখ টাকা ঘাটতি রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির। গত বছরে বিএনপির আয় ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। ব্যয় হয়েছে এক কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাই এর মধ্যে নিবন্ধিত দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেয়ার বিধান রয়েছে সেই অনুযায়ি এখন পর্যন্ত ৪০ টি রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩২ টি রাজনৈতিক দল আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
তবে রাজনৈতিক দলগুলোর আয়ের প্রধান উৎস হিসেবে নির্বাচনে মনোননয়নপত্র বিক্রিসহ বিভিন্ন ফরম প্রকাশনা খাতকে দেখিয়েছে দুই দলই। তবে বরাবরের মতো এবার নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের দলের হিসাব জমা না দিতে পেরে বাড়তি সময়ের আবেদন করেছিল প্রধান দুই দল।
এখন পর্যন্ত ১০ টি রাজনৈতিক দল তাদের হিসাব জমা দেয়ার জন্য সময় বৃদ্ধির আবেদন করেছে। হিসাব জমা দেয়ার শেষ সময় আগামী ৩০ আগষ্ট।