ঢাকায় আটক চার ‘নারী জেএমবি’র পরিচয় প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৪:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন চার নারী সদস্যের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিরপুর পাইকপাড়ায় র্যাব-৪-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার খন্দকার লুৎফুল কবীর। গ্রেপ্তার হওয়া চারজন হলেন—আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা।
র্যাবের ভাষ্য, ওই চারজনের মধ্যে জেএমবির নারী বিভাগের উপদেষ্টা আকলিমা রহমান, সদস্য মৌ ও মেঘলা বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আর ঐশী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক। ঐশী ঢাকা মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস পাস করেন।
সংবাদ সম্মেলনে লুৎফুল কবীর জানান, গ্রেপ্তার হওয়া জেএমবির নারী সদস্যদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই, তথ্যচিত্র, অডিও ও ভিডিও উদ্ধার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত ২১ জুলাই জেএমবির আমির মো. মাহমুদুল হাসানকে (২৭) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এর পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ২টার দিকে নারী বিভাগের উপদেষ্টা আকলিমাকে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর মুঠোফোন জব্দ করা হয়, যা থেকে জঙ্গিবাদ ও জিহাদি অনেক তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলিমা জেএমবিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
এরপর আকলিমার দেওয়া তথ্য অনুযায়ী, ঐশী নামের অপর আরেক নারীকে সোমবার রাত ৮টার দিকে মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর কাছে থাকা ফোন ও ল্যাপটপে জঙ্গিবাদ ও জিহাদ-সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যায়। তিনি তিন বছর ধরে এই দলে কাজ করে আসছেন।
সর্বশেষ ঐশীর দেওয়া তথ্যমতে, মিরপুর ১ নম্বরের জনতা হাউজিং এলাকা থেকে মৌকে রাত ৯টার দিকে ও মেঘলাকে রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে থেকে জঙ্গিবাদ ও জিহাদি অনেক বই পাওয়া যায়।