বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ৪:০৩:৪৬,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৬
বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান মো: আব্দুল মুনিম আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবাগতের দায়িত্ব গ্রহণ ও সদ্য সাবেক চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের বিদায়ী চেয়ারম্যান এমএ মতিন। পরিষদের সচিব রঙ্গেশ দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নাজমূল ইসলাম সরকার, বোয়ালজুড় ইউপি’র চেয়ারম্যান আনহার মিয়া, পশ্চিম গৌরীপুর ইউপি’র চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পুর্ব পৈলনপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মতিন, সাংবাদিক রজত দাস ভুলন, কাজল মিয়া ও ইউপি সদস্য রিয়াদ আহমদ, শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।