বাংলাদেশকে দেড় কিলোমিটার ভূমি ছেড়ে দিচ্ছে ভারত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ২:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বাংলাদেশের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে পাঙ্গা নদীর দেড় কিলোমিটার এলাকা আজ বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
চলতি মাসের প্রথম সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি জরিপের কাজ শেষ হয়েছে । দিনাজপুর ও রংপুর এলাকার সীমান্তে উভয় দেশের জরিপের পর এই ভূমি বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত।
ছিটমহলের মতো অনেক সমস্যার সমাধান সম্প্রতি হয়েছে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বয়ে চলা পাঙ্গা নদীর একটা বড় এলাকা নিয়ে জটিলতা থেকে গিয়েছিল। এবার সেই এলাকাটুকুও ভারতের পক্ষে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভূমি জরিপকারী দলের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের জলপাইগুড়ি জেলার এই ভারতীয় এলাকার পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়েও যমুনা ও পাঙ্গা নদী গিয়েছে। দীর্ঘদিন ধরেই এই দুই নদীর ভারতীয় ভৌগোলিক সীমার মধ্যে থাকা কিছু অংশের দাবি আমরা করে আসছি। আর তা নিয়ে উভয় দেশের মধ্যে সমস্যা চলছিল অবশেষে তার সমাধান হল। (আমাদের সময়)