নিউ ইয়র্কে জোড়াখুন : তদন্তে ‘সহায়তা দিতে প্রস্তুত’ বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৯:০৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
নিউ ইয়র্কে মসজিদের ইমাম আলাউদ্দিন আকুঞ্জি এবং তার প্রতিবেশী থেরাউদ্দিন হত্যার নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছে, ওই ঘটনার তদন্তে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা করতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সোমবার (১৫ আগস্ট) জানায়- গত শনিবারের ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের পরিবারকে বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন। সেখানে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
গত শনিবার জোহরের নামাজের পর নিউ ইয়র্কের কুইন্সে ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের কাছে গুলি করা হয় আকুঞ্জি ও থেরাউদ্দিনকে।
মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। হবিগঞ্জের চুনারুঘাট থেকে পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। আর তার প্রতিবেশী থেরাউদ্দিনের (৬৪) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
শান্তির পক্ষে এবং সব ধরনের সহিংসতার বিপক্ষে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরে জিয়াউদ্দিন তার বার্তায় বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
দুই বাংলাদেশিকে হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এ ঘটনার মধ্যে দিয়েই বোঝা যায় কেন এ ধরনের বিদ্বেষপূর্ণ হুমকির বিরুদ্ধে আমাদের সরকার ও সমাজের ঐক্যবদ্ধ থাকা উচিত।”
ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।