তাহিরপুরে পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৯:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লামাকাটা গ্রাম থেকে আশরাফ উদ্দিন (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে শুল্ক স্টেশন বড়চড়া-বাগলী সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ জানান- বিকেলে লামাকাটা গ্রামে রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।