সিলেটে গণধর্ষণসহ একাধিক মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ৫:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট ওসমানী বিমানবন্দর থানাধীন এলাকা থেকে গণধর্ষন মামলার আসামী হেলাল আহমদকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর সোমবার বিকেলে সিলেট দ্বিতীয় মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত হেলাল আহমদ বিমানবন্দর থানাধীন মংলিরপাড় এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। গত ১৫ জুলাই দায়েরকৃত গণধর্ষণ মামলার অন্যতম আসামী হেলাল। এছাড়া তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় অবৈধ অস্ত্র মামলা, সরকারি কর্মকর্তাকে মারধর, পাহাড়-টিলা কর্তন, জমি দখল, ট্রান্সফরমার চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।