কুকুর দিয়ে হত্যা : বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ১:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
চট্টগ্রামে হিংস্র কুকুরকে লেলিয়ে দিয়ে স্কুলছাত্র হিমাদ্রী হিমু হত্যার দায়ে বাবা-ছেলেসহ পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেল সোয়া ৪টার দিকে রায় ঘোষণা করেন চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম।
এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের বাড়ির চারতলায় হিমুকে বিদেশী হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে ৪ তলা ভবন থেকে ফেলে হত্যা করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত বছর ৩০ অক্টোবর ৫ জন কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।