বাংলামেইলের সম্পাদকসহ ৩ জনের জামিন মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ১:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন ট্রাইবুনাল। রোববার সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক এ এম শামসুল আলম এ আদেশ দেন।
এর আগে গুজব ছড়ানোর অভিযোগে গত ৭ আগস্ট রোববার রাত ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে স্কাউট ভবনে বাংলামেইলের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলেন- বাংলামেইলের সম্পাদক সাহাদাত উল্লাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদ হায়দার চৌধুরী এবং ডেস্ক প্রতিবেদক প্রান্ত পলাশ।পরদিন সোমবার বাংলামেইলের মালিক ও সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে একটি মামলা করা হয়। র্যাব-৩ এর সদস্য শাহ আলম বাদী হয়ে সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় এ মামলা করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশকে আসামি করে সোমবার রাতে মামলা করা হয়।