জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের আরো ৩ নেতা
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ১২:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে নতুন করে স্থান পেয়েছেন আরো ৭৭ নেতা। তাদের মধ্যে নতুন করে একজনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজন ভাইস চেয়ারম্যান, ছয়জন সাংগঠনিক সম্পাদক, ১২ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ১৬ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ৮জন যুগ্ম বিভাগীয় সম্পাদক ও ৩২ জনকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।
কমিটিতে স্থানপ্রাপ্তদের মধ্যে সিলেট বিভাগের ৩ জন রয়েছেন। তারা হচ্ছেন- আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার হক ইমানুল হামিদ (সিলেট), যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে আহাদ ইঊ চৌধুরী শাহীন (হবিগঞ্জ) ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট)।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার দলের কেন্দ্রীয় কমিটিতে এই ৭৭ নেতার নাম ঘোষণা করেন। পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির কমিটিতে আরো নেতার অন্তর্ভূক্তির কথা বলা হয়েছে। কমিটি ঘোষণা শেষ হলে নেতাদের নামের ক্রমানুসারে তালিকা ঠিক করা হবে বলে জাননো হয়েছে।