সিলেটে স্কুল ছাত্রদের মধ্যে সংঘর্ষ : ২জনের অবস্থা আশংকাজনক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ১২:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারিতে দুই ছাত্র আহত হয়েছেন। তাদের দুইজনের অবস্থা আশংকাজনক। তারা হলেন তালহা (১৬) এবং নাহিদ (১৬)। রবিবার দুপুর ২টায় স্কুল ছুটির পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠীদের থেকে জানা যায়, শনিবার স্কুল ছুটির পর ওসমানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাফীর (১৬) সাথে ফেসবুক নিয়ে কিছু বহিরাগত ছাত্রের কথা কাটাকাটি হয় । এই ঘটনার জের ধরে রবিবার স্কুল ছুটির পর আগে থেকেই ওঁত পেতে থাকা ২০/২২ জন বহিরাগত আদনান ও বাপ্পীর নেতৃত্বে সশস্ত্র হামলা চালায়।
হামলায় শাফী, নাহিদ কিছুটা আহত হলেও তালহা এবং নাহিদ কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তালহা ওসমানী উচ্চ বিদ্যালয় এবং নাহিদ মেরিট হোম এর ছাত্র। একাধিক সূত্রে জানা গেছে, উভয় গ্রুপই ছাত্রলীগের দুটি গ্রুপের অনুসারী।