জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্রসহ ১২ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৭:৫৬ পূর্বাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরের শাহারপাড়া থেকে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল, পাইপগান, পাঁচটি রাম দা, ছুরি, গ্রিল কার্টার ও শাবল উদ্ধার করা হয়।
রোববার (১৪ আগস্ট) ভোরে জগন্নাথপ্র থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সৈয়দপুর সাহারপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন নিশ্চিত করেছেন।
আটক ডাকাতরা হলেন- আনছার আলী ওরফে কালা (৩২), হেলাল মিয়া (৩০), আব্দুর রহিম (৩৩), মাসুম আহমদ (১৮), দুলাল আহমদ (২৫), বদরুল ইসলাম (২৬), নিক্সন ওরফে লক্ষণ দে (২৮), নাজির উদ্দিন (৩৫), মাসুদ মিয়া (২৪), নিজাম উদ্দিন (২৫), আনিছ মিয়া (৩২) ও রনি (২৬)।
ওসি মোহাম্মদ মুরছালিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পরে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের আটক করা হয়।