সিলেটে যমুনা ব্যাংক লিমিটেডের মানি-লন্ডারিং বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ১০:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
যমুনা ব্যাংক লিমিটেড মানি-লন্ডারিং প্রতিরোধ বিভাগ, প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক “ইফেক্টিভনেস্ অব মানি-লন্ডারিং ও টেরোরিস্ট ফাইন্যান্সিং রিস্ক ম্যানেজমেন্ট” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা শনিবার সিলেট নগরীর মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় যমুনা ব্যাংক লিমিটেড, সিলেট অঞ্চলের ৫টি শাখার শাখা ব্যবস্থাপক সহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কেমেলকো এ.কে.এম সাইফুদ্দীন আহমদ। কর্মশালায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড, মানি-লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ সূফী।