গোয়ালাবাজার মহিলা কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৯:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেসিং এর মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন কালে গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত আলী, কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত, কলেজ পরিচালনা কমিটির সদস্য আলাউর রহমান আলাসহ শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত আলী উপস্থিত সবাইকে দক্ষ ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনে ডিজিটাল শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে তিনি জনসচেনতা বৃদ্ধির তাগিদ দেন।