রাজধানীতে দুই শিশু হত্যার কথা ‘স্বীকার’ করেছেন মা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৮:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
রাজধানীর উত্তর বাসাবো এলাকায় দুই শিশু হত্যার ঘটনায় তাদের মা তানজিন রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার একটি বাড়ি থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস কুদ্দুস জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিন দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বউবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে ভাইবোনের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ঘরের দুটি কক্ষ থেকে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাদের মা নিখোঁজ ছিলেন। নিহত দুই শিশু হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা। মাহবুবুর রহমানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।