আমেরিকা প্রবাসী নাসির উদ্দিন ফ্রান্সে সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ১:৫২ পূর্বাহ্ণ
জামিল আহমদ সাহেদ ফ্রান্স থেকে : সিলেটের জুড়ী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ফ্রান্স সফররত আমেরিকা প্রবাসী নাসির উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে । গতকাল প্যারিসের মাক্সদোর্মায়ার স্থানীয় একটি হল রুমে জুড়ী স্পোর্টিং ক্লাব ফ্রান্সের উদ্যেগে উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরুল ইসলাম ও হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নাসির উদ্দিন, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা সুনাম উদ্দিন খালিক, আব্দুস সোবহান, জুড়ী উপজেলার বিশিষ্ট ব্যাক্তিত্ব আব্দুর রব, কুলাউরা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি হাসান সিরাজ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি ফয়সাল বেলাল, ফ্রান্স ছাত্রলীগ সভাপতি আশরাফুর রহমান, জুড়ীর বিশিষ্ট ব্যবসায়ী, লুৎফর রহমান । এছাড়াও বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, আব্দুল হাদী, মুর্শেদ আহমেদ, সেলিম আল দ্বীন, মাহিদুল ইসলাম নয়ন, শাহনেয়াজ বাবুল, বেলাল আহমেদ, ফরহাদ আলী প্রমূখ । অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, রহিম উদ্দিন, শিব্বির আহমেদ, সাইনু উদ্দিন, আব্দুল হামিদ, লোকমান হোসেন, আসুক উদ্দিন, কামাল খান, মাসুম উদ্দিন, আব্দুল কাইয়ুম, এরশাদ, সম্রাট, শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল হাকিম।