শাবিতে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন আগামীকাল শনিবার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ১২:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আগামীকাল শনিবার উদ্বোধন করা হবে। শুক্রবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া ম্যুরাল উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে ম্যুরালের উদ্বোধন করবেন। উদ্বোধনের সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, হলের প্রভোস্ট, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতর সূত্রে জানা যায়, ক্যাম্পাসের গোলচত্বরের পাশে নবনির্মিত ম্যুরালে ব্যয় করা হয়েছে ১২ লাখ টাকা। ম্যুরালের নকশা করেছেন শেখ নাঈম উদ্দিন টিপু।
তিনি বলেন, বিভিন্ন ধরনের সিরামিক টাইলস ব্যবহারের মাধ্যমে ম্যুরালটি ফুটিয়ে তোলা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছে বিশেষ প্রক্রিয়ায় পরীক্ষিত সিরামিক টাইলস দিয়ে। উন্নতমানের উপকরণ ব্যবহার করায় দৃষ্টিনন্দন হয়েছে ম্যুরালটি।