সুনামগঞ্জ বিএনপিতে উৎসবের আমেজ ; জেলার ৫ নেতা কেন্দ্রীয় কমিটিতে
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ১:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ জেলার ৫ বিএনপি নেতা এখন কেন্দ্রীয় কমিটিতে। এরমধ্যে একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও দু’জন কার্যনির্বাহী সদস্য। সুনামগঞ্জ বিএনপি’র ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে এতো নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন। আর এতে দলীয় নেতাকর্মীর মধ্যে ফিরে এসেছে উৎসবের আমেজ।
শনিবার বিএনপি’র কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়। ঘোষিত কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক চৌধুরী এবং নাছির উদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন।এরআগে প্রথম দফায় ঘোষিত বিএনপি’র কমিটিতে সহ-সাংগঠনিক (সিলেট বিভাগ) হিসেবে স্থান পান ছাতক-দোয়ারার সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
কমিটি ঘোষণার পরপরই নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া মনোনীত হওয়ায় নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন এই প্রবীণ নেতা। গত সোমবার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলও বের করেন। এছাড়া অন্য নেতারা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় তাদের অনুসারীরাও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শেরে নূর আলী সুরমানিউজ টুয়েন্টিফোরকে বলেন, বর্ষিয়ান নেতা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া উপদেষ্টা পদ পাওয়ায় আমরা আনন্দিত। দলীয় চেয়ারপারসন তাঁকে সম্মানিত করে নেতার প্রাপ্য সম্মান দিয়েছেন। আমরা এ জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে চিরকৃতজ্ঞ।
জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল বলেন, ‘সুনামগঞ্জের ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ফজলুল হক আছপিয়াসহ ৫ জনকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ার বিষয়টি আমাদের সুনামগঞ্জ তথা সিলেট বিভাগের জন্য গর্বের। ফজলুল হক আছপিয়া সাহেব কমিটির উপদেষ্টা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সকল কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এদিকে রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ মনে করছেন, এই ৫ নেতা কেন্দ্রীয় বিএনপিতে স্থান করে নেয়ায় দলীয় অন্যান্য নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তারা আগামীতে দলকে সুসংগঠিত করতে কাজ করবেন।